আমাদের ঢাকা টিভির ষ্টাফ রিপোর্টার মোঃ জানে আলম শেখ জানান, আজ সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে দোগাছি মন্ডলপাড়া গ্রামে আবাদি জমির সীমানা নিয়ে সংঘর্ষে পানিয়া নামে একজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ভুলুরাণী জানান, সোমবার আনুমানিক সকাল ১১ টায় পানিয়া নিজ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে পাশ্ববর্তী জমিতে ফাকাশু ও তার স্ত্রী সিদ্ধিরাণী ধানের চারাররোপন করেন। ধানের চারা রোপন করার এক পর্যায়ে জমির সীমানা বাড়ানো হয়েছে বলে দুই পক্ষের মধ্য তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে ফাকাশু ও তার স্ত্রী সিদ্ধিরাণী কড়া দিয়ে পানিয়াকে পর্যাপ্ত মারপিট করায় সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।
Leave a Reply