করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ১৮৪ জন মানুষ করোনায় প্রাণ হারালেন। এ সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন। এ নিয়ে মোট শনাক্ত ২ লাখ ৪২ হাজার ১০২ জন। এছাড়া এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬ জন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
নাসিমা জানান, ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ২৩৮টি। পরীক্ষা হয়েছে ৪ হাজার ২৪৯টি। এতে ১ হাজার ৩৫৬ জন শনাক্ত হন। গত ২ জুন একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। গত ১ জুলাই একদিনে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষার কথা জানানো হয়েছিল। এতে ৩ হাজার ৬৮২ জন শনাক্ত হন। আর গত ১৭ জুন একদিনে সর্বোচ্চ ১৮ হাজার ৯২২জনের নমুনা সংগ্রহ করে ১৭ হাজার ৫২৭টির পরীক্ষায় ৪ হাজার ৪ জন শনাক্তের কথা জানানো হয়েছিল।
নাসিমার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঈদের ছুটির সময় থেকে গত কয়েকদিন যাবত নমুনা সংগ্রহ কম হচ্ছে। ফলে শনাক্তের সংখ্যাও আগের চাইতে কয়েকগুন কমেছে। করোনার ফি নির্ধারণের পর থেকেই নমুনা দিতে যেতে মানুষের আগ্রহ কমতির দিকে যাওয়ার প্রবণতা দেখা গেছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে নমুনা দেয়ার জন্য আহ্বান জানান নাসিমা।
Leave a Reply