সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

১২ টাকায় ইলেকট্রিক স্কুটারে যাওয়া যাবে ৬০ কিলোমিটার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ১৩৩ সময় দেখুন

মাত্র ১২ টাকা খরচ করে ৬০ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে এমন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে এলো। এটি এনেছে টেকো ইলেকট্রা নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান। নতুন এই ইলেকট্রিক মোপেড বাইকের নাম দেয়া হয়েছে টেকো ইলেকট্রা সাথি।

এই ইলেকট্রিক মোপেড বাইকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল লকিং সিস্টেম, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, এলইডি হেডলাইট, স্মার্ট রিপেয়ার ফাংশন ফাস্ট চার্জিং এবং ফ্রন্ট ও রিয়ার বাস্কেট। এই নতুন মোপেড বাইকে দুই দিকে টেলিস্কোপিক সাসপেনশন, ব্ল্যাক অ্যালয় হুইল, ১০ ইঞ্চির টিউবলেস টায়ার, এবং ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

মোপেড বাইকটির দৈর্ঘ্য ১৭২০ মিলি মিটার, প্রস্থ ৬২০ মিলি মিটার, এবং উচ্চতা ১০৫০ মিলি মিটার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর