করোনাভাইরাসে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে যেসব দেশ তার মধ্যে ইরান একটি। তবে দেশটির সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অন্তত তিন গুণ বেশি বলে দাবি করেছে বিবিসি।
ইরানে সরাকরি হিসাবে করোনায় মৃত্যু হয়েছে ১৭ হাজার ১৯০ জনের। তবে বিবিসির দাবি করেছে তাদের তদন্তে এই সংখ্যা ৪২ হাজারের বেশি। এছাড়া আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে ৩ লাখ ৯ হাজার ৪৩৭ জন তবে বিবিসির দাবি এর প্রকৃত সংখ্যা সাড়ে চার লাখের বেশি।
বিবিসির দাবি, ইরানের কর্তৃপক্ষ সকল আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড থাকা সত্ত্বেও দৈনিক প্রকাশিত সংখ্যা উল্লেখযোগ্য হারে কম দেখিয়েছে।
Leave a Reply