ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১ হাজার ৩০৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৮৩ জনের। সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৬ হাজার ৮৯৩ জন।
ভারতে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। রাজধানী শহরে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১,৩৫,৫৯৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৯৬৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,২০,৯৩০ জন। দিল্লিতে অ্যাকটিভ কেসের সংখ্যা ১০,৭০৫। পঞ্চম স্থানে রয়েছে কর্নাটক।
Leave a Reply