শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

মনে হয় যেন নৌপথে করোনা নেই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ১৪৮ সময় দেখুন

রেলপথে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। সড়ক পথে কোথাও মানা হচ্ছে কোথাও হচ্ছে না। বেশি ভাড়া নেয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে যাত্রীদের কাছ থেকে। তবে করোনাকালীন এ সময়ে ঈদযাত্রায় সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা নৌপথে যাতায়াতে। ঢাকার সদরঘাট থেকে অন্যান্য জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রায় সবকটি লঞ্চেই ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। যেভাবে গাদাগাদি করে যাত্রী নিয়ে লঞ্চ, স্টিমারগুলো চলছে, ঐ পরিস্থিতিতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগই নেই। খুব কম যাত্রীর মুখেই মাস্ক দেখা গেছে।

আজ ঢাকা থেকে বরিশাল, চাঁদপুরের উদ্দেশ্যে যেসব লঞ্চ, স্টিমার ছেড়ে গেছে, সেগুলোর প্রায় সবগুলোতেই মানুষের ভীড় ছিল। পাশাপাশি ঢাকা থেকে সড়কপথে বিভিন্ন জেলায় যাওয়ার সময় ব্যবহৃত ফেরিগুলোতেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঠাসাঠাসি করে যাত্রী উঠতে দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর