রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচজন আহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে অস্ত্র এবং বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা হয়েছেন পল্লবী থানার এসআই ফারুক হোসেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের আজ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।
মামলায় গ্রেপ্তার দেখানো তিন আসামি হলেন রফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও শহিদুল ইসলাম। তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে এই ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শাহ আবিদ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দারুসসালাম জোন) মাহমুদা আফরোজ লাকী ও স্পেশ্যাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ চৌধুরী।
Leave a Reply