সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর জানাজার আগে চোখের জলে তার কফিন দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দিল বিএনপি। আজ মঙ্গলবার সকাল দশটার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শফিউল বারী বাবুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ তার কফিনের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে তার কফিন বিএনপির পতাকা দিয়ে ঢেকে দেন বিএনপি মহাসচিব।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মারা যান বাবু। ৫১ বছর বয়সী শফিউল বারী বাবু স্ত্রী, ছোট এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বাবু জাতীয়বাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন।
নামাজে ইমামতি করেন মাওলানা শাহ নেছারুল হক।
Leave a Reply