শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

সংসদ সদস্য ইসরাফিল আলম আর নেই : প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১৭৫ সময় দেখুন

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম আর নেই। আজ ভোর ৬ টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল আলম মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার পারিবারিক সূত্র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ইসরাফিল আলম হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি গত ১৭ জুলাই থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংসদ সদস্য ইসরাফিল আলম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর