একে একে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। জুনের প্রথম সপ্তাহে খবর এলো- আবু জায়েদ রাহী বিয়ে করেছেন। এর কয়েকদিন পর দ্বিতীয় বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সপ্তাহ ঘুরতেই শুভ কাজটা সাড়েন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এবার বিয়ের সুখবর দিলেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম।
গতকাল (শুক্রবার) ঢাকায় পারিবারিক আবহে বিয়ের কাজ সম্পন্ন করেন সাদমান। জীবনসঙ্গী নাশা আলী নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ সেমিস্টারের ছাত্রী। আগে থেকেই জানাশোনা ছিল তাদের।
বিয়ের সংবাদ জানিয়ে সাদমান বলেন, ‘গতকাল বিয়ে করেছি। ওর নাম নাশা আলী। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করছে, শেষ সেমিস্টার। আগে থেকেই আমাদের জানাশোনা ছিল। গতকাল ঢাকায় আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’
Leave a Reply