লকডাউনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড ও হলিউডের নামি অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও তার সঙ্গে রয়েছেন।
মাত্র চার দিন আগে ইরফান খানের মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে।
Leave a Reply