লক্ষীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, করোনারোগীর সেবায় নিয়োজিত কয়েকজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়। এদের মধ্যে একজন চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ আসে। এনিয়ে নতুন আক্রান্ত চিকিৎসকসহ কমলনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪জনে। এর আগে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এদিকে লক্ষ্মীপুর জেলায় ওই চিকিৎসকসহ কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৩৪ জনের। এদের মধ্যে রামগঞ্জের ১৬, সদরের ১০, কমলনগরের ৪ ও রামগতিতে ৪ জন আক্রান্ত হয়েছেন।
Leave a Reply