ভাঙ্গুড়ায় করোনা সন্দেহে পাঠানো নমুনায় এক দম্পতি করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা খানম এটি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত ঐ দম্পতি ঢাকা থেকে ভাঙ্গুড়ায় ফিরে আসেন। এলাকায় ফেরার পরে গ্রামবাসী তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের নমুনা রাজশাহীতে পাঠিয়ে দেয়। মঙ্গলবার দুপুরে তাদের পাঠানো নমুনা পজেটিভ আসলে স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন এবং উক্ত দম্পতির বাড়ি লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য ও উপজেলা প্রশাসনরড, টিম তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে।
Leave a Reply