রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

জাতীয় হৃদরোগ হাসপাতালের ৮ চিকিৎসক, ১৬ নার্স, ২ ওয়ার্ড মাস্টার ও ৪ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৪৭ সময় দেখুন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের  ৮ চিকিৎসকসহ ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালে কর্মরতদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে আট জন চিকিৎসক, ১৬ জন নার্স, দুই জন ওয়ার্ড মাস্টার ও হাসপাতালের চার কর্মী রয়েছেন।

হাসপাতালের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র বলছে, হৃদরোগ চিকিৎসার বিশেষায়িত এ হাসপাতালে সাম্প্রতিক সময়ে চিকিৎসা নেয়া প্রায় ১০ জন রোগীর করোনা শনাক্ত হয়। তাদের কাছ থেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর