ঢাকা, ১১ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর হাতিরঝিল প্রকল্পের পাওয়ার প্লান্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাওয়ার স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
শনিবার দুপুর সাড়ে তিনটার পর আগুনের সূত্রপাত হয়। আগুনের কালো ধোঁয়ার কুন্ডলি বের হতে থাকে। এতে আশপাশের মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রুমানা বলেন, ‘হাতিরঝিলের পাওয়ার প্লান্টের নিজস্ব ট্রান্সমিটার থেকে আগুন লাগে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। তবে পাওয়ার স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছে।’ অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply