হেলথ ডেস্ক, ০৯ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): করোনা সংক্রমন ঠেকাতে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ফটকই বন্ধ করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বন্ধ থাকবে মাজারের ফটক। এ সময় কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মাজারের মোতাওয়াল্লা ফতেহ উল্লাহ আল আমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। একই সঙ্গে মাজার সংলগ্ন কবরস্থানের ফটকও বন্ধ থাকবে।
এদিকে- সিলেটের সবচেয়ে বড় গোরস্থান মানিকপীর (রহ.) মাজারেও একই রকম কড়াকড়ি আরোপ করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- মানিকপীর (রহ.) কবর সহ কোনো গোরস্থানেই মুসল্লিদের ঢুকতে দেওয়া হবে না।
Leave a Reply