রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’আইন শিগগিরই পাস হচ্ছে : বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৪৬৪ সময় দেখুন

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গাজীপুর উন্নয়ন পরিষদ আয়োজিত ‘আধুনিক গাজীপুরের উন্নয়নে চ্যালেঞ্জ ও করণীয় ঃ জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুর মহানগরীর সুপরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ আইন অচিরেই পাস হবে। এটি পাস করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন,গাজীপুরের উন্নয়নের জন্য আট হাজার কোটি টাকা অনুমোদিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার পাঁচশ’ জনের জনবল নিয়োগ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

মোজাম্মেল হক বলেন, ঢাকা থেকে গাজীপুরের যাতায়াত সহজ করতে বিআরটি প্রকল্পের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। এতে প্রয়োজনীয় ফ্লাইওভার,ড্রেনেজ সুবিধাসহ সবকিছু থাকবে।

ঢাকা গাজীপুর সড়কের ওপর চাপ কমাতে বিকল্প সড়ক নির্মাণ করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন,লিংক রোড, বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে যানজট সমস্যার সমাধান এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, বনভূমি ও নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে শূন্য পদ পূরণ এবং প্রয়োজনীয় সংখ্যক নতুন পদ সৃষ্টি করে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর