শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

সরকারি অফিসে ফেসবুক, হোয়াটসঅ্যাপে নিষেধাজ্ঞা আরোপ ভারতের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৪১২ সময় দেখুন

 কেন্দ্রীয় সরকারের অধিনস্ত অফিসে বসে কম্পিউটার বা মোবাইলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় এবং সরকারি অফিসের তথ্যের নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে দেওয়া ২৪ পৃষ্ঠার নির্দেশিকায় বলা হয়েছে, অফিসের কম্পিউটারের পাশাপাশি নিজেদের মোবাইলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সরকারি তথ্য প্রকাশ করা যাবে না৷

অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি ডিভিশন এই নির্দেশিকা তৈরি করেছে। তাতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অফিসের কম্পিউটার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে চান, তাহলে তাকে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি নিতে হবে৷ অফিসের দেওয়া ইমেইল আইডির বাইরে অন্য কোনো ইমেইল সরকারি কাজের জন্য ব্যবহার করা যাবে না।

এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারি কর্মীরা অফিসের বাইরে নিজেদের ইউএসবি যন্ত্র (পেন ড্রাইভ, হার্ড ডিস্ক প্রভৃতি) নিয়ে যেতে পারবেন না এবং তারা কোনোভাবেই সরকারি তথ্য বা নথি গুগল ড্রাইভ, ড্রপ বক্স, আই ক্লাউডে ‘সুরক্ষিত’ রাখতে পারবেন না৷

কেন্দ্রীয় এই নির্দেশিকায় যে বিভাগগুলিকে নিয়ে প্রত্যেক সরকারি কর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে কম্পিউটারের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, স্টোরেজ মিডিয়া যন্ত্র ব্যবহার, ইমেইলের ব্যবহার, ওয়াই ফাই ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার৷

এই নির্দেশিকায় একজন কর্মকর্তাকে কীভাবে অফিসের কম্পিউটার ব্যবহার করে গোপন তথ্য সুরক্ষিত রাখতে হবে, তার পাসওয়ার্ড কীভাবে শক্তিশালী করতে হবে তাও শেখানো হয়েছে৷ বলা হয়েছে, সমস্ত শ্রেণিবদ্ধ কাজ এমন কম্পিউটারে করা ভালো, যা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়৷ ন্যূনতম ১০টি অক্ষর সহযোগে পাসওয়ার্ড তৈরি করুন, যেখানে নম্বারের সঙ্গে থাকুক অক্ষর ও বিশেষ চিহ্ন৷ কম্পিউটারে যে অ্যান্টি ভাইরাস থাকবে তার মেয়াদ যেন সঠিক থাকে৷ এই অ্যান্টি ভাইরাস যেন সবসময়ে অটো আপডেট অপশনে থাকে৷ কম্পিউটার স্ক্রিনে গুরুত্বপূর্ণ তথ্য খুলে রেখে উঠে যাওয়া যাবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর