ছেলে এরিকের সঙ্গে দেখা করতে পারছেন না সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা। ছেলেকে নিয়েও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ দুপুর ১টা ৩ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাসে বিদিশা লিখেছেন, ‘বাবার (এরশাদ) মৃত্যুতে আমার ছেলে এরিকের কান্নায় দেশবাসীও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্ত দেশে এসেও বাধার শিকার আমি।’
এই স্ট্যাটাসে সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট এরশাদকে নিজের স্বামী উল্লেখ করে বিদিশা লিখেছেন, ‘কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে? আমার সাথে এরিককে কথাও বলতে দিচ্ছে না। দেখা করাতো দুরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময়ে যেখানে মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়ে ও রাজনীতি।
শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’
Leave a Reply