রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

এরশাদের দেহে ইনফেকশন কমলেও কিডনি-লিভার কাজ করছে না : বলেছেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৪০৯ সময় দেখুন

আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রেস ব্রিফ করে সাংবাদিকদের এরশাদের ছোট ভাই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি এবং লিভার অকেজো হয়ে গেছে। এরশাদের দেহে ইনফেকশন কমলেও অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না।

জিএম কাদের বলেন, এখন তার কিডনি ও লিভার কাজ করছে না বললেই চলে। ডায়ালাইসিস করে তার কিডনির কাজ করানো হচ্ছে। অন্যদিকে তার লিভারও অনেকটাই অকেজো হয়ে গেছে। হিমগ্লোবিনের মাত্রা অনেক বেড়ে গেছে। তিনি এখন স্বাভাবিকভাবে কোনো খাবার গ্রহণ করতে পারছেন না।

তিনি আরও বলেন, তার শিরার মাধ্যমে এখন পুষ্টি দেয়া হচ্ছে। চিকিৎসকদের তথ্যানুযায়ী তার অবস্থা এখনও অপরিবর্তিত ও আশঙ্কাজনক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর