রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

চীন-জাপানে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি পাঠাবে সরকার : বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৪৬২ সময় দেখুন

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে চতুর্থ শোকেস বাংলাদেশ- গো গ্লোবাল অনুষ্ঠানে বিজনেস সেশনে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব স্কিলড হিউম্যান রিসোর্স এক্সপোর্ট’শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি চীন ও জাপানের শ্রমবাজারে পাঠাতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা অনুযায়ী বাংলাদেশ দক্ষ কর্মী তৈরি করছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি রয়েছে। তাদের চীন-জাপানের শ্রমবাজারে যাতে কর্মসংস্থান হতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। সে লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে।’

এ সময় প্রতিমন্ত্রী মালয়েশিয়ার সরকারকে বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বলেন, ‘কৃষি খাতে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প-কারখানা স্থাপন করা যেতে পারে।’

অনুষ্ঠানে মুসলিম কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার প্রধান ডাটউক নাজি বলেন, ‘মালয়েশিয়া সরকার প্রবাসী কর্মীদের সব ধরনের সহযোগিতা ও স্বার্থ রক্ষায় সদা তৎপর।’

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালন করেন বায়রার সভাপতি বেনজির আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসী গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম, শোকেস বাংলাদেশ-এর চেয়ারম্যান আলমগীর জলিল প্রমুখ বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর