বলিউডে পাড়ায় কিছুদিন ধরেই বিয়ের হিড়িক চলছে। গত বছর বিয়ে করলেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। আর এ বছর বিয়ের পিড়িতে বসতে পারে মালাইকা অরোরা ও অর্জুন কাপুর, এছাড়া বাজতে পারে রনবীর-আলিয়ার বিয়ের বাদ্য। সম্প্রতি জানা গেছে, এরপরেই বিয়ে করতে চলেছেন শ্রদ্ধা কাপুরও।
এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে চান না শ্রদ্ধা। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে রোহান শ্রেষ্ঠ ও শ্রদ্ধার ছবি প্রকাশ হয়েছে। এই ছবি প্রকাশ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে রোহান-শ্রদ্ধার সম্পর্ক। শোনা যাচ্ছে শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের জন্য গুছাতে শুরু করেছেন।
২০১৮ সালে শ্রদ্ধা কাপুর জানান, আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠ’র সঙ্গে প্রেম চলছে তার। শোনা যাচ্ছে, সেই শ্রেষ্ঠকে আগামী বছর বিয়ে করবেন শ্রদ্ধা। শ্রদ্ধার মা–বাবাও সেটাই চান।
বর্তমানে ‘সাহো’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় করছে শ্রদ্ধা কাপুর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাহুবলী-খ্যাত প্রভাস।
Leave a Reply