রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

সুষ্ঠু বিচার হলে এভাবে ধর্ষণ বাড়ত না : বলেছেন, মির্জা আব্বাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ১৮০ সময় দেখুন

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওয়ারী থানার বনগ্রামে শিশু সামিয়া আক্তার সায়মার বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশে বর্তমানে কারো নিরাপত্তা নেই। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এখন ধর্ষকের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।’ সুষ্ঠু বিচার হলে ধর্ষণ বাড়ত না বলে মনে করেন তিনি। সম্প্রতি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। অভিযুক্ত হারুন অর রশিদ নামের এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জা আব্বাস বলেন, ‘আইনশৃঙ্খলা ও অর্থনীতি কোনো দিক থেকেই বাংলাদেশ আজ ভালো নেই। দেশে শৃঙ্খলা থাকলে এভাবে গণহারে ধর্ষণের মতো ঘটনা ঘটতো না। বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে। যদি অপরাধ বা ধর্ষণের বিচার হতো তাহলে এভাবে ধর্ষণ বেড়ে যেত না।’

বিএনপির এ নেতা বলেন, ‘সবক্ষেত্রেই দেশে এক ধরনের বিচারহীনতা শুরু হয়েছে। যার প্রমাণ সাত বছরের শিশু সামিয়াকে ধর্ষণ করে হত্যার ঘটনা।’

আব্বাস বলেন, ‘ধর্ষককে শুধু গ্রেপ্তার করলেই হবে না, সরকারকে আরও কিছু পদক্ষেপ নিতে হয়। আজকে দেশে কোনো কিছু ঘটলেই বিরোধী দলের ওপর দোষ ছাপানো হয়। কোনো বিষয়ে আমাদের প্রতিবাদ করতে দেয়া হয় না। গত কয়েক দিনে বিএনপি অফিসের সামনে থেকে বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অহেতুক। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।’

এসময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কাজী আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নিহত সায়মার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর