ম্যানচেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। ভারতীয় বোলিংয়ে কঠিন অবস্থার মধ্যে পড়েছে কিউই ব্যাটিং। ভুবেনেশ্বর ও বুমরাকে খেলতেই পারছেন না কিউই ব্যাটসম্যানরা। সর্বশেষ, ৫ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৭ রান তুলেছে নিউজিল্যান্ড। ১ রানে ফিরেছেন ওপেনার গাপটিল।
অবশ্য ম্যাচ শুরু হলেও আবহাওয়ার যা অবস্থা তাতে, পুরো ৫০ ওভার খেলা হওয়র সম্ভাবনা কম। ম্যানচেস্টারে এই মুহূর্তে তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
Leave a Reply