বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

ব্রাজিল ১২ বছর পর কোপার শিরোপা জিতলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ২৪৬ সময় দেখুন

একযুগ পর আবারো মহাদেশীয় শ্রেষ্ঠ্বতের মুকুট ফিরে পেলো ব্রাজিল। ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারালো সেলেসাওরা। এই নিয়ে ৯ বার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো হলুদ জার্সিধাররীরা।

মারাকানায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তিতে শিষ্যরা। জেসুস-ফিরমিনো এবং কৌতিনহোর ত্রিমুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রবার্তো গার্সিয়া বাহিনী। ১৫ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। জেসুসের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এভারটন। গোল খেয়ে হুঁশ ফিরে আসে পেরুভিয়ানদের। পালটা আক্রমণে যায় তারাও। ৪৪ মিনিটেই ভিএআর থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে সমতায় ফিরে পেরু। কিন্তু দিনটা ছিলো সাম্বার। তাই তো প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই আবারো এগিয়ে যায় ব্রাজিল। যোগ করা সময়ে আর্থারের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধ্বে অবশ্য সুবিধা করতে পারেনি কোন দলই। উলটো ৭০ মিনিটে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন জেসুস। আর ৯০ মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে তৃতীয় গোল করেন রিচার্লিসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর