শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

১০০ উইকেট শিকারে সেরাদের তালিকায় মোস্তাফিজুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ২৪৬ সময় দেখুন

একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশি তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে এ কৃতিত্ব দেখান কাটার বয়। এর আগে ৫ জন বাংলাদেশি বোলার ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নেন।

তবে বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন। মোস্তাফিজ ১০০ উইকেট নেন ৫৪তম ম্যাচে। বাংলাদেশি বোলারদের মধ্যেই শুধু দ্রুততম নন, এক্ষেত্রে বিশ্ব ক্রিকেটে তিনি চার নম্বরে।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেন আফগান স্পিনার রশিদ খান। তিনি ১০০ উইকেট নেন মাত্র ৪৪ ম্যাচে। দ্বিতীয় স্থানে আছেন অজি পেসার মিশেল স্টার্ক। তিনি ১০০ উইকেটের মাইলফরক গড়েন ৫২ ম্যাচে। তৃতীয় স্থানে থাকা সাবেক পাকিস্তানি স্পিনার সাকলায়েন মুশতাক ১০০ উইকেট নিয়েছিলেন ৫৩ ম্যাচে। ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে মুস্তাফিজের সঙ্গে চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের শেন বন্ড।

পাকিস্তানির বিপক্ষে ম্যাচের আগে মোস্তাফিজের উইকেট ছিল ৯৮, ৫৩ ম্যাচে। প্রথম স্পেলে উইকেট না পেলেও দ্বিতীয় স্পেলের টানা দুই ওভারে উইকেট পান মুস্তাফিজুর রহমান। হারিস সোহেলকে ফিরিয়ে বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে একশ উইকেটের মাইলফলক।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারী:

রশিদ খান ( আফগানিস্তান ) : ৪৪ ম্যাচ

মিচেল স্টার্ক(অস্ট্রেলিয়া): ৫২ ম্যাচ

সাকলঅইন মুশতাক(পাকিস্তান) : ৫৩ ম্যাচ

মোস্তাফিজুর রহমান ( বাংলাদেশ): ৫৪ ম্যাচ

শেন বন্ড(নিউজিল্যান্ড) : ৫৪ ম্যাচ

ব্রেট লী(অস্ট্রেলিয়া) : ৫৫ ম্যাচ

ইমরান তাহির(দ:আফ্রিকা) : ৫৮ ম্যাচ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর