আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাবনায় শেখ হাসিনার উপর হামলার ঘটনায় আদালতের রায়ে বিএনপি ক্ষুব্ধ ও হতাশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে রোহিঙ্গা সমস্যা নিয়ে দেশটির প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করলে বিএনপি খুশি হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, পাবনার ঈশ্বরদীর সেই ১৯৯৪ সালের গুলির ঘটনাকে কেন্দ্র করে ২৬ বছর রায় দেয়া হয়েছে। সেই রায়ে আজ সকল জাতি বিস্মিত হয়েছে।
তিনি আরও বলেন, দুটো গুলির শব্দ হয়েছে। সেই গুলির শব্দ কে বা কারা করেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। এই রায়ে আমরা শুধু হতাশ নই, আমরা বিক্ষুব্ধ। এই রায় এটাই প্রমাণ করেছে বাংলাদেশে বিচার ব্যবস্থার কোনো স্বাধীনতা নেই।
Leave a Reply