আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রিফাত হত্যা মামলার চার্জশিট পাওয়া মাত্রই বিচারকাজ শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে।
এ সময় তিনি বলেন, নুসরাত হত্যা মামলার বিচারকার্য যেমন শুরু হয়েছে তেমন এধরনের সব মামলার বিচারকার্য দ্রুত শুরু হবে। পুলিশের প্রতিবেদন পাওয়ার সাথে সাথে ট্রায়াল শুরু হয়ে যায়। এই ধরনের মামলা শেষ করার ব্যাপারে কোন আপোষ করা হবে না। আইনানুগ সব ব্যবস্থা গ্রহণ করে এই ধরনের সব মামলা যেনো তাড়াতাড়ি শেষ হয় সেই ব্যবস্থা করবো।
Leave a Reply