আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামী ৭ জুলাই থেকে রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকার সিদ্ধান্তকৃত সড়কগুলো হলো, কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ। রাজধানীর যানজট নিরসনে অবৈধ যানবাহন অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করতে গঠিত বিশেষায়িত কমিটির এক বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।
নগর ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাঈদ খোকন বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে এই তিনটি সড়কে এক সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে দুই সিটি করপোরেশন।
Leave a Reply