এবারো পারলো না লিওনেল মেসির আর্জেন্টিনা। স্বাগতিক ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলো আলবিসেলেস্তেরা। আর এক যুগ পর দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেলো ব্রাজিল।
বেলো হরিজন্তেতে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো সেলেসাওরা। তবে গোলরক্ষক আরমানি দক্ষতার সঙ্গে রুখে দেন গ্যাব্রিয়েল জেসুসের প্রচেষ্টা। এরপরও আগ্রাসী ভাবে খেলতে থাকে স্বাগতিকরা। গোলের জন্য বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি তিতের দলকে।
১৯ মিনিটে সেই জেসুসই ফিরমিনোর অ্যাসিস্টে গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ্বে সমতা আনার সুযোগ পেয়েছিলো আর্জেন্টিনা। তবে মেসি-আগুয়েরোর প্রচেষ্টা ব্যর্থ হয়। বিরতির পর ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে চলে খেলা। ৭১ মিনিটে ফিরমিনো করেন দলের দ্বিতীয় গোল। ফলে ২-০ ব্যবধানে নিশ্চিত হয় ব্রাজিলের জয়।
Leave a Reply