আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নয়ন বন্ডকে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়েছে। রিফাত হত্যার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা দুর্নীতির বিষয়ে কাউকেই ছাড় দেবো না। প্রভাবশালীদেরও ধরবো। এমনকি আমরা নির্বাচিত জনপ্রতিনিধিকেও ছাড় দিচ্ছি না।’‘নয়ন নিশ্চয় অস্ত্র দেখিয়েছে আর সেজন্যই হয়তো পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে।’
Leave a Reply