আজ সোমবার দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ফুসফুসের সংক্রমণের কিছুটা উন্নতি হয়েছে। কিডনি জটিলতার চিকিৎসা চলছে। এই মুহূর্তে তাকে বিদেশ নেয়া ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, এরশাদের অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। এরআগে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
রোববার রাত থেকে নানা গুঞ্জন শুরু হয় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে। এমনকি তিনি মারা গেছেন বলেও খবর প্রচার হয়। যদিও এসব খবরকে গুজব বলে নেতাকর্মীদের জানানো দল থেকে।
আজ সোমবার সকালে এরশাদকে দেখতে সিএমইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙা এসময় তার সাথে ছিলেন।
এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন দলটির শীর্ষ নেতারা। এরশাদের অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, তার শ্বাস কষ্ট কমেছে। তবে ইনফেকশন বেড়েছে কিডনিতে। শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ডাক্তারদের ভাষায় অপরিবর্তিত থাকা মানে শুভ লক্ষণ। এসময় এরশাদকে নিয়ে কোনো ধরণের গুজব না ছড়াতে সবার প্রতি আহবান জানান জিএম কাদের।
তিনি আরো বলেন, ফেসবুকে মাধ্যমে কোনো রকম গুজব বললেন না। সব রকমের তথ্য আমরা আপনাদের দেব। এই মুহূর্তে দেশের বাইরে না নিতে চিকিৎসকদের পরামর্শ রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply