আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাস ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের পকেট ভারী করতেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে।
ফখরুল বলেন, একদিকে বাজেটের নামে লুটপাট অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করছে সরকার। এই সরকার বাজেটের মাধ্যমে জনগণের সম্পদ লুটে নিচ্ছে।
তিনি আরও বলেন, গ্যাস আমদানিকারক ব্যবসায়ীদের পকেট ভারী করতে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। এই সরকার জনগণের সম্পদ লুণ্ঠনকারী সরকার।
Leave a Reply