বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যারা আইএসে যোগ দিয়ে দেশ ছেড়েছিলেন তারা ফিরতে চাইলে প্রবেশমুখেই আটকে দেয়া হবে। এ ব্যাপারে ইমিগ্রেশনকে অবহিত করা আছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম। আর র্যাব মহাপরিচালক বলছেন, দেশে বর্তমানে উগ্রবাদের ঝুঁকি কিছুটা কম থাকলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সবোর্চ্চ সতর্ক আছেন তারা। গুলশান হলি আর্টিজান হামলার তিন বছর উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তারা।
গুলশান হলিআর্টিজানে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার পর কেটেছে তিন বছর। কিন্তু শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতোটুকু। প্রতিবছরই ছেলের ছবি বুকে নিয়ে হালি আর্টিজানের সামনে আসেন মাকসুদা বেগম। হামলার দিন আহত হয়ে ঢাকা মেডিকেলে দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানে তার কিশোর ছেলে জাকির ওরফে শাওন।
মাকসুদা বেগম বলেন, ছেলের শোকে শেষ হয়ে গেছি। আমার এখন খালি খাঁচাটা রয়েছে। কখন যেন মরে যাই। কিন্তু আমার ছেলের বিচারটা পেলাম না।
সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আহত হন বেশ কয়েকজন। এই দিনে ঘটনাস্থলে আসেন তারাও।
নৌপুলিশ ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ বলেন, সেদিনের ঘটনা বলতে গিয়ে আজও আমি শিহরিত হই। সেদিন আমিও আহত হয়েছিলাম।
নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন ইতালির রাষ্ট্রদূত। আসেন বাংলাদেশে বসবাসরত আর্জেন্টিনা, জাপান ও ভারতের নাগরিকরাও। গুলশান হামলায় নিহত ২১ জনের মধ্যে ছিলেন এসব দেশের নাগরিকরাও।
পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধানসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা জানান, র্যাব মহাপরিচালকও। র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, বৈশ্বিকভাবে জঙ্গিবাদ কিন্তু পরাস্ত হয়নি। সারা বিশ্বে জঙ্গিমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে।
বাংলাদেশ থেকে যারা গিয়েছে, তারা সনাক্ত হয়েছেন। তারা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমাদের এন্ট্রি পয়েন্টেই তাদের সনাক্ত করা হবে এবং আটক করা হবে।
সন্ত্রাস, উগ্রবাদ মুক্ত নিরাপদ সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
Leave a Reply