শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ : উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৫০ সময় দেখুন

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (০১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন। এবারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী। ফলাফল পাওয়া যাচ্ছে পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) ।

এছাড়া, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 38 লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর (যেমন 123456) লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ওই বছরের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

৩৮তম বিসিএসে ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ ছিল। পরে বাড়ানো হয়েছে আরও ১৪৬টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর