রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

গ্রিনরোডে কমফোর্ট হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণ : কর্মরত চার শ্রমিক দগ্ধ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৪২২ সময় দেখুন

আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর গ্রিনরোডে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে রঙের কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। আহতরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে শ্বাসনালী পুড়ে যাওয়ায় দগ্ধ চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

রাজধানীর গ্রীনরোডের কমফোর্ট ভবনের নিচতলায় বাণিজ্যিক একটি প্রতিষ্ঠানে চলছিলো রঙের কাজ। বিষ্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, আহত চার শ্রমিকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় শঙ্কামুক্ত নন কেউই।

রঙের কাজ করতে গিয়েই ক্যামিকেলের মিশ্রণ থেকে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের ঘটনায় কারো কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর