ঢাকা, ২৯ জুন ২০১৯ইং : আজ ২৯ জুন শনিবার সকালে রাজধানীর শিল্পকলায় এক আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের উত্থান হয়েছে, কখনো পতন হয়নি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মানুষের অধিকার অবারিত থাকুক সেটাই চাই। কিন্তু অবারিত অধিকার এক্সারসাইজ করতে গিয়ে যাতে অন্যের অধিকার খর্ব না হয়, কিংবা অন্যের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ না হয়, কিংবা রাষ্ট্রে কোনো হানাহানির সৃষ্টি না হয়, সমাজে কোনো অস্থিরতার সৃষ্টি না হয়, সেটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, যেটির মাধ্যমে কেউ যদি গুজব ছড়ায়, সেক্ষেত্রে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, আওয়ামী লীগের পতন হয়নি কখনো। বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে গেছে, চড়াই-উৎরাই পার হয়েছে। আজকে আমরা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে এ পর্যায়ে নিয়ে এসেছি।
Leave a Reply