রাউন্ড রবিন লিগের শেষদিকে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবং ভারতও কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। তবে টানা দুই হারের পর অসুবিধায় পড়েছে ইংল্যান্ড। ইংলিশদের বিপদ বাড়ার সঙ্গে সঙ্গে টেবিলের পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ এবং পাকিস্তানের সুযোগও বেড়েছে।
লিগ পর্বে বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ডের বাকি আর দুই ম্যাচ। বাংলাদেশ খেলবে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের আরেক ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর ইংল্যান্ডের খেলতে হবে ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে। পয়েন্ট টেবিল বলছে, পাকিস্তানের সেমিতে যেতে হলে তাই শুধু নিজেরা জিতেই চলবে না। জেতার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের হারের আশায়ও থাকতে হবে।
এমন পরিস্থিতিতে ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। এজবাস্টনে ম্যাচটি সামনে রেখে পাকিস্তানি সমর্থকদের উদ্দেশে টুইট করেছেন ইংলিশদের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।
টুইটের মাধ্যমে তিনি পাকিস্তানি সমর্থকদের কাছে প্রশ্ন করেছেন, ‘সকল পাকিস্তান সমর্থকদের কাছে প্রশ্ন-রবিবার ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচে কাকে সমর্থন করবেন?’
বিশ্বকাপের শিরোপাদৌড়ে পাকিস্তানের টিকে থাকা নির্ভর করছে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের ওপর। আর তাই, বুকে পাথর চেপে হলেও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতকে সমর্থন করা ছাড়া আর কিই বা করার আছে পাকিস্তানিদের!
Leave a Reply