শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

গুরুতর অসুস্থ অবস্থায় এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৫৩৫ সময় দেখুন

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি হয়েছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শরীর আজ ভালো নেই। তিনি সকালে সিএমএইচে গিয়েছেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদের ব্যক্তিগত কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্যার চেকআপের জন্য নিয়মিত সিএমএইচে যান। সেখানে তার চিকিৎসা হয়। যখন খারাপ লাগে তখনই উনি সিএমএইচে যান। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক এ রাষ্ট্রপতিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর