রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

আওয়ামী লীগ দেশের মানুষের জন্য আত্মত্যাগ করে ৭০ বছর টিকে আছে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪৩৪ সময় দেখুন

আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য আত্মত্যাগের কারণেই বিগত ৭০ বছর ধরে টিকে আছে। আর আওয়ামী লীগের মতো দেশের জন্য এত ত্যাগ কোনো দল করেনি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল তখনই দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি আরো বলেন, ‘আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল একটা দেশের জন্য এতটা আত্মত্যাগ করেছে যতটা আওয়ামী লীগ করেছে। মানুষ যেমন বলে হীরার টুকরা যত কাটে তত উজ্জ্বল হয়, ঠিক আওয়ামী লীগ বার বার নির্যাতন সহ্য করে ততটাই উজ্জ্বল হয়েছে। আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কাজ করে, যারা জনগণের অধিকার কেড়ে নেয় তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। তারা যতই ধ্বংস করতে চেয়েছে এই দল তত শক্তিশালী হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর