আজ ২১ জুন শুক্রবার সকাল ৬টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা এলাকায় ট্রাকের ধাক্কায় তিন পিকআপ যাত্রী নিহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঢাকা থেকে একটি পিকাআপ ১৫-২০ জন যাত্রী নিয়ে নাটোরের দিকে আসছিল। কাছিকাটা এলাকায় সকাল ৬টার দিকে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কায় পিকআপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিনজন নিহত হন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। হাইওয়ে পুলিশ ট্রাক ও পিকআপটিকে আটক করলেও এদের চালক পালিয়ে গেছেন।
Leave a Reply