ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ভোলা সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিঞা বলেন, ‘পাপনের বিরুদ্ধে নারী নির্যাতন ও মারামারিসহ তিন-চারটি মামলা রয়েছে। সেই মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে।’
তবে পাপনের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ভোলা জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল চলছে। তারই জেরে গভীর রাতে পুলিশ তাকে আটক করেছে।
কয়েক দিন ধরে ভোলা জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আসছে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Leave a Reply