শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

প্রেমের টানে জার্মান যুবতী খুলনায় আসাদ মোড়লের কাছে : ইসলাম ধর্ম গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ২৫০ সময় দেখুন

ব্রাজিল, ফিলিপিনসহ বিভিন্ন দেশের নাগরিকদের পর এবার বাংলাদেশী যুবকের প্রেমে মজেছেন এক জার্মান যুবতী। ৪২ বছর বয়সী ক্রিস্টাল ৪০ বছর বয়সী খুলনার যুবক আসাদ মোড়লের প্রেমে পড়ে বাংলাদেশে চলে এসেছেন।

তার পুরো নাম ক্রিস্টাল কাসুমী সিউর। ১০ জুন তিনি ঢাকা আসেন। খুলনা খানজাহান আলী থানার আসাদ মোড়লের কাছে আসার আগে তিনি জার্মান স্বামীকে ডিভোর্স দিয়েছেন। ১১ জুন খুলনা এসে ১২ জুন খুলনা নোটারি পাবলিকের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৩ জুন আসাদকে বিয়ে করেন তিনি। এ বিষয়ে আসাদ বলেন, ক্রিস্টালের জীবনসঙ্গী হতে পেরে আমি খুব খুশি।

ক্রিস্টাল বলেন, বাংলাদেশে এসে ওকে প্রথম দেখেই ভালো লেগে যায়। আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং ওকে বিয়ে করি। আমরা এখন সুখী।

আসাদের পিতা ইব্রাহিম মোড়ল বলেন, ছেলেকে নিয়ে আমি সুখী। ও যাকেই বিয়ে করতো, তাতে আমাদের কোনো আপত্তি থাকতো না।

এলাকার লোকজন এমন ঘটনায় অবাক হলেও ক্রিস্টালের বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ সবাই। জানা যায়, ক্রিস্টাল শিগগির জার্মানি ফিরে গিয়ে আসাদের জন্য ভিসা প্রসেসিং শুরু করবেন এবং ভিসা হয়ে গেলে দু’জন সেখানেই সংসার করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর