শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করলো ব্রাজিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৪৫৪ সময় দেখুন

মাঠের লড়াইয়ে বল দখলে ৬৯ শতাংশ দখলে থাকলেও শেষ পর্যন্ত কোপা আমেরিকার আসরে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র ব্রাজিল। মূলত ভেনেজুয়েলার দুর্ভেদ্য দেয়াল টপকাতে ব্যর্থ হয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ব্রাজিল।

ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়ে স্বভাবতই হতাশ ব্রাজিল শিবির৷ দু’বার অফসাইড এবং একবার ফাউলের জন্য তিন তিনবার বল জালে পাঠিয়েও এদিন গোল পায়নি ব্রাজিল৷ ম্যাচের শুরুর থেকেই গোল পাওয়ার লড়াইয়ে একের পর এক আক্রমণ করেও কোনো লাভ হয়নি৷ ভেনেজুয়েলার রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও বিরতির আগে গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি আর্থার-কুতিনহোরা৷

এদিন ব্রাজিল গোলে মোট শট নিয়েছে ১৯টি৷ ভেনেজুয়েলা সেখানে মাত্র ৬টি৷ ৯টি কর্নার পেলেও তাতে কোনো লাভ হয়নি৷ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ‘এ’ তে লিগ টেবলে শীর্ষে ব্রাজিল৷ বলিভিয়াকে উদ্বোধনী ম্যাচে নেইমারহীন ব্রাজিল ৩-০ গোলে হারালেও এদিন ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশেষ সুবিধা করে উঠতে পারল না তারা৷ অপর ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে এখন ব্রাজিলের সঙ্গে পয়েন্ট সমান পেরুর৷ আগামী শনিবার পেরুর বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর