আজ মঙ্গলবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সেভ দ্যা চিলড্রেন আয়োজিত শিশু সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে বিশৃঙ্খলভাবে দেয়াল লিখন ও গাছে বিজ্ঞাপন লাগালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দেখি সিটি কর্পোরেশনের যত গাছ আছে তাতে বিভিন্ন ধরনের সাইন বোর্ড লাগিয়ে দেয় পেরেক দিয়ে। আমি ঘোষণা দিচ্ছি এরপর থেকে গাছে এভাবে সাইনবোর্ড লাগানো হলে ম্যাজিস্ট্রেট দিয়ে শাস্তির আওতায় আনা হবে।’রাজধানীতে গাছে বিজ্ঞাপন লাগালে কঠোর ব্যবস্থা’ রাজধানীতে বিশৃঙ্খলভাবে দেয়াল লিখন ও গাছে বিজ্ঞাপন লাগালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এ সময় আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দেখি সিটি কর্পোরেশনের যত গাছ আছে তাতে বিভিন্ন ধরনের সাইন বোর্ড লাগিয়ে দেয় পেরেক দিয়ে। আমি ঘোষণা দিচ্ছি এরপর থেকে গাছে এভাবে সাইনবোর্ড লাগানো হলে ম্যাজিস্ট্রেট দিয়ে শাস্তির আওতায় আনা হবে।’
Leave a Reply