অনতিবিলম্বে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ১৯ জনের নাম প্রকাশ করে যোগ্যদের কেন্দ্রীয় কমিটিতে পদায়নের দাবি জানিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। পদবঞ্চিতরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ কামনা করে একটি স্মারকলিপি দেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, আমরা আমাদের নেত্রীর সাক্ষাৎ কামনা করছি। ছাত্রলীগ থেকে ১৯ জনের পদ শূন্য ঘোষণা করা হয়েছিলো তাদের নাম পদসহ প্রকাশ করতে হবে। এবং বিতর্কিত যারা রয়েছে তাদের পদ শূন্য ঘোষণা করে নাম প্রকাশ করে, যারা যোগ্য তাদের পদায়ন করতে হবে।
Leave a Reply