শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

নোয়াখালীতে ২৪ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ২২৭ সময় দেখুন

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াসহ নদী পথে ত্রাস সৃষ্টিকারী শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। আজ ভোরে হাতিয়ার সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকাল ৯টায় নোয়াখালী সার্কিট হাউজে হাতিয়া কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. এম হামিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ফরিদ কমান্ডারের বিরুদ্ধে নোয়াখালী সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণ, র‌্যাবের ওপর আক্রমণ সহ বিভিন্ন অপরাধে ২৪টিরও বেশি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতিয়া থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে বলে অফিসার ইনচার্জ আবুল খায়ের মানবজমিনকে জানান। বুধবার আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে।

ফরিদ কমান্ডারের স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, তার স্বামী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর