বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

পাকিস্তান সেনাবাহিনী আরও একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে জিওটিভি নিউজ।

 

সর্বশেষ ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে। সেখানে ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে নজরদারি করার সময় ভূপাতিত করা হয়। সূত্র নিশ্চিত করেছে, ড্রোনটি ছিল ফ্যান্টম ৪ মডেলের, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভূপাতিত করা হয়। পৃথক দুটি ঘটনাই মঙ্গলবার (২৯ এপ্রিল) ঘটে।

 

ড্রোন সংক্রান্ত বারবার সীমালঙ্ঘনকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে, এ অঞ্চলে ড্রোন উড্ডয়ন উত্তেজনা বাড়াচ্ছে।

 

তারা আরও বলেছেন, ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন। প্রতিপক্ষের এই ধরনের উসকানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। পাকিস্তান সেনাবাহিনী আরও কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

 

পাকিস্তান সামরিক সূত্র বলেছে, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

 

এদিকে কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত থেকে বুধবার (৩০ এপ্রিল) ভোরের মধ্যে নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর