বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

চীনের আবাসিক এলাকার রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২২

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩০ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চীনের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।

 

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

 

লিয়াওনিংয়ের প্রাদেশিক শাসক দলের কমিটির সম্পাদক হাও পেং বলেছেন, ঘটনাস্থলে ২২টি দমকলের গাড়ি এবং ৮৫ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।

 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একই ধরণের ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। চলতি এপ্রিল মাসে, উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিংহোমে বয়স্কদের জন্য একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ২০ জন নিহত হন।

 

গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বছরের মার্চে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেবেইতে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছিল এবং সেপ্টেম্বরে শেনজেনের দক্ষিণাঞ্চলে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়।

 

সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর