বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

দেশের ১০৭তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হলো তানজিম হাসান সাকিবের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ৩০ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের। সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয়েছে তানজিমের।

 

ম্যাচটি শুরু হওয়ার আগে এই পেসারের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশ দলের অভিজ্ঞ খেলোয়াড় ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

 

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সি তানজিম সাকিব। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ১০টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

 

২০২৩ সালে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক হওয়া তানজিম ওয়ানডেতে ১৩ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন। এবার শুরু হলো তার লাল বলের যাত্রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর